খুলনার তেরখাদার ভুতিয়ার বিল এলাকার শিকারির ফাঁদ থেকে রক্ষা পেয়ে নতুন জীবন পেল বিভিন্ন প্রজাতির ৬ টি অতিথি পাখি। বুধবার (১৯ অক্টোবর) তেরখাদা থানা পুলিশের সহায়তায় বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণের দপ্তরের একটি টিমের নেতৃত্বে উপজেলার ভুতিয়ার বিল এলাকায় অভিযান চালিয়ে ৬ টি অতিথি পাখিসহ এক শিকারীকে পাখি বিক্রয়কালে গ্রেপ্তার করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ভুতিয়ার বিল এলাকা থেকে বিভিন্ন প্রজাতির অতিথি পাখিসহ এক জনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের আদালতে হাজির করে উপজেলার আদালতপুর গ্রামের মৃত বাবন সরদারের পুত্র কাকা মিয়া কে ১০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় উদ্ধার অতিথি পাখিগুলোকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয় ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বন্যপ্রাণী সংরণের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন খুলনার বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা তনময় আচার্য, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামানসহ পুলিশ সদস্যরা।
খুলনা গেজেট/ টি আই