অপারেশন ডেভিল হান্টে তেরখাদা উপজেলায় অভিযানে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম (৬৫)কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে খুলনা গেজেটকে বিষয়টি নিশ্চিত করেছেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান। রাতে উপজেলা পরিষদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর থেকে তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় নৌবাহিনী কন্টিনজেন্ট সদস্য ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে আসছে। তার ধারাবাহিকতায় যৌথ বাহিনীর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী,নৌবাহিনী ও পুলিশ একযোগে কাজ করছে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো তেরখাদাতে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
খুলনা গেজেট/এইচ