সাতক্ষীরার তালায় মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে খেজুরবুনিয়ায় বাজারে শেষ হয়।
শুক্রবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ বেংগল ল্যান্সার ব্যবস্থাপনায় ও ৫৫ পদাতিক ডিভিশন, যশোর অঞ্চলের পরিচালানায় এবং তালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথনের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, সেনাবাহিনীর ক্যাপ্টেন সরকার সানি মোহাম্মদ তালহা, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, বণিক সমিতির সভাপতি সৈয়েদ জুনায়েদ আকবার, অধ্যক্ষ বিধান সাধু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদীসহ শিক্ষক, জনপ্র্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তারা, সাংবাদিক ও ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান শেষে ম্যারাথনে অংশগ্রহণকারী পুরুষ ও মহিলা প্রথম পাঁচজন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
খুলনা গেজেট/এনএম