অস্ট্রিলিয়ার দেওয়া ১২২ রানের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন সাকিব-মেহেদী। কিন্তু বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাকিব। এতে ভেঙে যায় সাকিব-মেহেদর জুটি। ফের চাপে পড়ে বাংলাদেশ।এরপর সাজঘরে ফিরেছেন মাহমুদুল্লাহও।
পরপর উইকেট হারিয়ে যখন বাংলাদেশ চাপে তখন জাম্পার বলে এগিয়ে মারতে গিয়ে সাজঘরে ফিরলেন মেহেদী হাসান।
সোহান ও আফিফের ব্যাটে স্বপ্ন জয় দেখছে বাংলাদেশ। বাংলাদেশ ১৪ ওভারে ৫ উইকেট হারিেয় ৮৫ রান সংগ্রহ করে। তরুণদের নৈপুণ্যে দ্বিতীয় ম্যাচ জয়ের পথে বাংলাদেশ।
ক্রিজে এসেই দারুণ খেলতে থাকা সাকিব আল হাসান ১৬ বলে ২৬ রান করে সাজঘরে ফিরলেন। নবম ওভারের তৃতীয় অ্যান্ড্রু টাইয়ের করা তৃতীয় বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাকিব। পরের ওভারে অ্যাস্টন অ্যাগারের তৃতীয় বলে ক্রিজে এসে ০ রানে বোল্ড হন মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনকে পরপর হারিয়ে চাপে বাংলাদেশ। ক্রিজে এসেই স্টার্ককে টানা তিন চারে ইনিংসের খাতা খোলেন সাকিব। দেখিয়েছেন দারুণ সম্ভাবনা।
উইকেটের এক প্রান্ত আগলে অপর প্রান্তে থাকা মেহেদীকে দিচ্ছিলেন স্ট্রাইক। আউট হোয়ার আগের বলেও চার এসেছিল। কিন্তু টাইয়ের স্লোয়ার লাইন মিস করে ভেঙে দেয় স্ট্যাম্প। ১৭ বলে ৪টি চারে ২৬ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার।