খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

তরুণ ও আগামী প্রজন্মের জন্য স্মার্ট খুলনা গড়ে তোলা হবে : খালেক

নিজস্ব প্রতিবেদক 

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, তরুণ ও আগামী প্রজন্মের জন্য স্মার্ট খুলনা গড়ে তোলা হবে। সেজন্যে দরকার নগরবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন। অতীতে সমর্থন পেয়েছি আজও একইভাবে সমর্থন চাই।

সোমবার (২৯ মে) দিনব্যাপী ৩১নং ওয়ার্ডের ক্ষেত্রখালি, মতিয়াখালি, শিপইয়ার্ড, লবনচরা, ওহাব জুট মিল, সেভেন রিং সিমেন্ট ফ্যাক্টরি, বান্ধাবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীতে পরিকল্পিত পরিচ্ছন্ন পরিবেশবান্ধব খুলনা গড়তে হবে। যত বাধাই আসুক না কেন এই নগরীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে হবে।

তালুকদার আব্দুল খালেক নগরবাসীর উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সঙ্গে আছেন। খুলনাসহ এই অঞ্চলের সার্বিক উন্নয়নে তিনি আন্তরিক। উন্নয়নসহ যেকোনো সমস্যা সমাধানে তিনি আমাদের সরাসরি সহযোগিতা করবেন। সেজন্যে আসুন আগামী ১২ জুনের নির্বাচনে সন্তোষজনক ভোট প্রদান করে নৌকাকে বিজয়ী করে আগামী প্রজন্মের জন্য একটি পরিবেশবান্ধব বাসযোগ্য নগরী গড়ে তুলি।

এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. আশরাফুল ইসলাম, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মফিদুল ইসলাম টুটুল, এসএম আকিল উদ্দিন, মো. সফিকুর রহমান পলাশ, মো. ফারুক হোসেন, মো. শামীমুর রহমান শামীম, এরশাদ আলী আজাদ, আমিনুল ইসলাম, ইউসুফ আলী মল্লিক, আনিস শেখ, আল আমিন মৃধা, খান কবীর ও এনামুল কবীর প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!