খুলনা, বাংলাদেশ | ২৬ আশ্বিন, ১৪৩১ | ১১ অক্টোবর, ২০২৪

Breaking News

  বিশ্ব ক্ষুধা সূচকে তিন ধাপ পিছিয়ে ৮৪তম বাংলাদেশ
  দীপ্ত টিভির তামিম হত্যা: ৫ আসামি ৪ দিনের রিমান্ডে

তথ্য অধিকার দিবস উপলক্ষে নগরীতে সুজনের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর মঙ্গলবার আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস। ‘তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার; তথ্যই শক্তি, তথ্যই মুক্তি’ এ শীর্ষক শিরোনামে দিবসটি পালন উপলক্ষে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা কমিটি সোমবার নানা কর্মসূচী পালন করেছে।

কর্মসূচীর মধ্যে ছিল বেলা ১১টায় নগরীর রয়্যালের মোড়ে সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ, লিফলেট বিতরণ শেষে র‌্যালী ও পরে সুজন অফিসে আলোচনা সভা।

সুজন প্রতিনিধি খলিলুর রহমান সুমনের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের বিভাগীয় কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা। সরকারি এমএম সিটি কলেজে লিফলেট বিতরণকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর তন্ময় কুমার সাহা ও উদ্ভিদ বিভাগের সহকারি অধ্যাপক এবিএম অহিদুল ইসলাম মত বিনিময় সভায় অংশ নেন।

কর্মসূচীতে বক্তৃতা করেন ও অংশ নেন দৈনিক কালেরকণ্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে বাপী, কালবেলার খুলনা ব্যুরো চীফ রিতা রাণী দাস, বাংলা ট্রিবিউনের খুলনা বিভাগীয় প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্লা, সময়ের খবরের সিনিয়র স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম নুর ও মোঃ মিলন, সাংবাদিক নেতা মাহবুবুর রহমান মুন্না, এসএ টিভির সাংবাদিক রকিবুল ইসলাম মতি, পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আহমেদ মুসা রঞ্জু, আমরা খুলনাবাসীর এস এম মাহবুবুর রহমান, সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, একুশের আলো খুলনার প্রধান নির্বাহী মাহবুবুল হক, গণসংহতি আন্দোলন জেলা কমিটির সমন্বয়ক মুনীর চৌধুরি সোহেল, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, অবকাশ গণগ্রন্থাগারের সম্পাদক খন্দকার খলিলুর রহমান, নাগরিক নেতা আফজাল হোসেন রাজু, সত্যজিত দেবনাথ, রুবিনা আক্তার, মিতা রাণী সরকার, নজরুল ইসলাম, শর্মিলা গাইন, তমাসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। রাষ্ট্রের মালিক হিসেবে কার কি কাজ এবং তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, সে ব্যাপারে চোখ-কান খোলা রেখে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সকলেই যাতে স্ব স্ব দায়িত্ব যথাযথ ভাবে পালন করে, সে ব্যাপারেও চাপসৃষ্টিকারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এ সমাজে তথ্য না দেয়ার সংস্কৃতি দীর্ঘ দিনের। এ সংস্কৃতি ভাঙ্গতে হবে। গড়তে হবে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক, আত্মনির্ভরশীল রাষ্ট্র।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!