খুলনার ডুমুরিয়ার মাগুরাঘোনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার সকালে মরিয়ম বেগম নামে ষাটোর্ধ এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে জখম করা হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার উত্তর আরশনগর গ্রামের নজর আলী গাজীর মেয়ে। গুরুত্বর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
বৃদ্ধা মহিলা মরিয়ম বেগমের ছেলে আবুল কালাম গাজী জানায়, একই গ্রামের আব্দুল রহিম গাজীর ছেলে একাধিক মামলার আসামী আবুল হোসেন গাজীর সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। তারই জের ধরে বুধবার সকালে আবুল হোসেন গাজীসহ ২/৩ জন তাদের ভোগদখলীয় জমিতে ইট, বালি ও সিমেন্ট নামিয়ে জোরপূর্বক বিল্ডিং নির্মাণের কাজ শুরু করে। এ সংবাদে তার বৃদ্ধা মাতা এভাবে তাদের জমিতে বিল্ডিং নির্মাণ করতে নিষেধ করলে আবুল হোসেন গাজী তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
এ ব্যাপারে আবুল হোসেন গাজী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এ রির্পোট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল।