খুলনার ডুমুরিয়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বুধবার দুপুরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন খামারবাড়ি খুলনার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ গাজী জাহাঙ্গীর আলম ও ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন। প্রকল্প উপস্থাপন করেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। ২২ মার্চ হতে ২৪ মার্চ পর্যন্ত এ কৃষি মেলা চলবে।
খুলনা গেজেট/ এসজেড