খুলনার ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় ইউপি মিলনায়তনে বাজেট পেশ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য শোভা রানী হালদার।
বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অধ্যাপক গোপাল কৃষ্ণ সরকার, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি কুন্ডু, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মোঃ মনিরুজ্জামান, বাপ্পী মূখার্জী প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সাবেক সাধারণ সম্পাদক গৌতম রাহা, সাংবাদিক শেখ আব্দুস সালাম, ইউপি সচিব রমেশ চন্দ্র সানা, ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান, মাওঃ মতিউর রহমান, আলাউদ্দিন মালি, মনিরুল ইসলাম, পতিরাম হালদার, রাশিদুল ইসলাম, পলাশ দাস, আব্দুল হালিম মুন্না, চায়না বেগম, মাসুরা বেগম, ফিরোজা বেগম প্রমুখ।
সভায় মোট ৩ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৬৪০ টাকা আয় এবং সমপরিমাণ টাকা ব্যায় নির্ধারণ করে ২০২২-২০২৩ অর্থ বছরের জন্যে আটলিয়া ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। বাজেট সভায় এলাকার সাংবাদিক, শিক্ষক, চাকরিজিবী, সূধীজনসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টি আই