রহস্য লেগ স্পিনার উসামা মীর পাকিস্তানের একাদশে থাকবেন কিনা এটা নিয়েই যত আলোচনা। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে আক্রমণ নয় রক্ষণাত্মক পথই বেছে নিচ্ছে পাকিস্তান। স্পিন অলরাউন্ডার শাদাব খান এবং মোহাম্মদ নওয়াজে ভরসা রাখছে দলটির টিম ম্যানেজমেন্ট।
ওপেনিং নিয়ে দুশ্চিন্তা আছে পাকিস্তানের। ফখর জামান রান পাচ্ছেন না। ওপেন করবেন কে এই প্রশ্নে ফখর নয়তো আব্দুল্লাহ শফিক এমন মন্তব্য করেছেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। আবার পেস আক্রমণে শাহিন আফ্রিদি ও রউফের সঙ্গে কে খেলবেন। এই প্রশ্নেও হাসান আলী নয়তো ওয়াসিম জুনিয়র; এমন মন্তব্য করেছেন তিনি।
এমনকি মিডলের সমাধানে সৌদ শাকিল নয়তো আগা সামলাম এমন মন্তব্য করেছেন মিকি আর্থার। ওই আলোচনায় তরুণ লেগ স্পিনার ওসামা মীরের নাম আসেনি। যার অর্থ ৮টি ওয়ানডে খেলে ওসামার বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকতে হচ্ছে।
চমক দিয়ে ভারত বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড বিশ্বকাপ থেকে বাদ পড়েছে। সেখানে শ্রীলঙ্কার পর টিকিট পেয়েছে ডাচরা। পাকিস্তানের বিপক্ষে চমক দিয়ে বিশ্বকাপ শুরুর অপেক্ষা এখন তাদের।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফখর জামান, ইমাম উল, বাবর আজম, মোহাম্মদ রিওজয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ওয়াসিম জুনিয়র, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক ও’ডাউড, ওয়েসলি বারেসি, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, লগান ফন বিক, শাকিব জুলফিকার, রিওলফ ফন ডার মারউই, পল ফন মিরকেরান, আরিয়ান দত্ত।
খুলনা গেজেট/এনএম