শেষ ম্যাচে সুযোগ পেয়ে পেসার শরিফুল ইসলাম বিধ্বংসী বোলিং করছেন। তার তোপে আফগানদের টপ ও মিডল অর্ডার ধসে যায়। পরে সঙ্গ দিয়েছেন স্পিনাররা। সিরিজ নিশ্চিত করে ফেলা আফগানিস্তান চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে ম্যাচে একশ’র আগে হারিয়েছে আট উইকেট।
আফগানিস্তান ৩৭ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৯০ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা পেসার আজমতউল্লাহ ওমরজাই দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করে খেলছেন। তার সঙ্গী স্পিনার মুজিব উর।
এর আগে আফগানদের চার টপ অর্ডার ব্যাটার ১৫ রানের মধ্যে ফিরে যান। অধিনায়ক হাসমতউল্লাহ শাহেদি ২২ রান করলেও দলের বিপদ সামাল দিতে পারেননি। বাঁ-হাতি পেসার শরিফুল তুলে নিয়েছেন চার উইকেট।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, জিয়া আকবর, আব্দুল রহমান।