পাকিস্তানের সঙ্গে গ্রুপ-২ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে আছে নিউজিল্যান্ড। নিজেদের সম্ভাবনাকে আরো জোরদার করতে আজ বুধবার স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে কিউইরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্কটিশদের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে কেইন উইলিয়ামসনের দল।
পাকিস্তানের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করে নিউজিল্যান্ড। এরপর ঘুরে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে জয় তুলে নেয় তারা। আজ আরেকটি জয়ে সেমির পথে এগিয়ে যাওয়ার মিশনে নেমেছে নিউজিল্যান্ড। শুধু জয় নয়, পাশাপাশি বড় ব্যবধানে জিতে নেট রানরেটেও চোখ রাখতে হবে নিউজিল্যান্ডকে।
অন্যদিকে প্রথম রাউন্ডের সবগুলো ম্যাচ জিতে সুপার টুয়েলভে পা রাখে স্কটল্যান্ড। মূল পর্বে এসে অবশ্য প্রথম ম্যাচেই নামিবিয়ার কাছে হারে স্কটিশরা। এরপর হেরে যায় আফগানিস্তানের বিপক্ষেও। টানা দুই হারে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি স্কটল্যান্ড। তাই ঘুরে দাঁড়াতে মরিয়ে হয়ে আছে তারাও।
স্কটল্যান্ড বিশ্বকাপ দল : কাইল কোয়েটজার (ক্যাপ্টেন), রিচার্ড বেরিংটন (ভাইস ক্যাপ্টেন), ডিলান বাজ, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), জোস ডেভি, অ্যালাসডায়ার ইভান্স, ক্রিস গ্রেভস, ওলি হ্যারিস, মাইকেল লিস্ক, কালাম ম্যাকলেয়ড, জর্জ মুনসি, সফিয়ান শরিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেগ ওয়ালেস (উইকেটকিপার), মার্ক ওয়াট, ব্র্যাড হোয়েল।
নিউজিল্যান্ড বিশ্বকাপ দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম ল্যাথাম, কলিন মানরো, টম ব্লান্ডেল, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
খুলনা গেজেট/ এস আই