যশোরের মণিরামপুরের এলাকার পিয়ার হোসেন আকাশ (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। শুক্রবার (২১ মে) দিবাগত রাত ১টার দিকে ঝিকরগাছা-বেনাপোল সড়কের গদখালী বেলতলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পিয়ার হোসেন মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের ভ্যানচালক আব্দুল মোতালেব ভুট্টোর ছেলে। সে দিনমজুরের কাজ করতো।
পুলিশ বলেছে, নিহতের দেহে একাধিক কালো আঘাতের চিহ্ন রয়েছে। তার নাক দিয়ে রক্ত ও মুখ দিয়ে ফেনা ঝরছিল।
স্বজনরা বলেছেন, পিয়ার হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে লাশ ওইস্থানে ফেলে রাখা হয়েছে। পুলিশও একই ধারণা করেছে।
নিহতের পিতা আব্দুল মোতালেব বলেন, শুক্রবার সকালে বেনাপোলের কাগজপুকুর এলাকায় বড় বোন ফাতেমা খাতুনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ছেলে পিয়ার। এরপর রাত একটার দিকে ঝিকরগাছা পুলিশের মাধ্যমে ওর দুর্ঘটনায় আহত হওয়ার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলের লাশ পড়ে রয়েছে।
তিনি বলেন, হত্যাকারীরা আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে সারাদিন বিভিন্ন স্থানে ঘুরিয়েছে। এরপরে রাতে তাকে খুন করা হয়েছে। আমার বাড়ির পাশের লোকই এ শত্রুতা করেছে। তবে, তিনি এ ঘটনায় স্পষ্ট করে কারও নাম বলতে চাননি।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এদিন রাত ১ টার দিকে আমরা ওই যুবকের মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ ওইস্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। কারণ ছেলেটি পাশের উপজেলার বাসিন্দা। গভীর রাতে তার এ এলাকায় আসার কোন কারণ নেই। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে পুলিশ তদন্ত ও খুনীদের আটকে অভিযান শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম