খুলনা, বাংলাদেশ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত-পাকিস্তান পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ, উভয় দেশকে শান্ত থাকার আহবান: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

জোড়া শতকে টাইগারদের বিপক্ষে বড় সংগ্রহ আফগানিস্তানের

ক্রীড়া প্রতিবেদক

ওপেনিং জুটি ভাঙতে না পারলে বড় রান আটকানো ‘অসম্ভব’। টস জিতে বোলিং নিয়ে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরি আটকাতে পারেনি বাংলাদেশ। রেকর্ড ২৫৬ রানের জুটি গড়েছেন তারা। আফগানিস্তান ৯ উইকেটে ওয়ানডের তৃতীয় সর্বোচ্চ ৩৩১ রান তুলেছে। জিততে হলে তাই রেকর্ড গড়তে হবে লিটন-সাকিবদের।

রশিদদের কাছে প্রথম ওয়ানডে হারের পর ‘নাটকীয়’ দুটি দিন গেছে দেশের ক্রিকেটে। তামিম হঠাৎ অবসর নিয়ে একদিন পর প্রধানমন্ত্রীর নির্দেশে ফিরলেও ধাক্কা সামলাতে পারেনি দল। নাঈম শেখকে একাদশে ডেকে টস জিতে বোলিং নেন নেতৃত্বভার পাওয়া লিটন দাস। কিন্তু তার এলোমেলো বোলিং আক্রমণের সুযোগ নিয়ে দুর্দান্ত জুটি গড়ে আফগানিস্তান।

একপ্রান্তে উইকেট ধরে রেখেছিলেন ইব্রাহিম জাদরান। অন্য প্রান্তে ব্যাট তুলে খেলতে থাকেন রহমানুল্লাহ গুরবাজ। তারা প্রথমে দেশের সর্বোচ্চ ১৩৫ রানের ওপেনিং জুটির রেকর্ড ভাঙেন। এরপর ভাঙেন দেশের পক্ষে সর্বোচ্চ ২১৮ রানের জুটির রেকর্ড। এর মধ্যে গুরবাজ সেঞ্চুরি তুলে নেন। ফেরেন ১২৫ বলে ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে। মাত্র ২০ ওয়ানডে খেলে চতুর্থ সেঞ্চুরির এই ইনিংস তিনি সাজান ১৩টি চার ও আটটি ছক্কার শটে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!