টি-টোয়েন্টির অধিনায়কত্ব হয়ে জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু দুর্ভাগ্য তার সিরিজের দ্বিতীয় ম্যাচেই আঙুলে চোটে ছিটকে গেলেন তিনি। শুধু টি-টোয়েন্টি সিরিজেই নয়, ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন সোহান। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
রবিবার (৩১ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টি-টোয়েন্টি অধিনায়ক সোহান আঙুলে চোট পান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে পেসার হাসান মাহমুদের একটি বল সোহানের বাম তর্জনিতে আঘাত করে। আর এই চোটেই পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন এই উইকেট কিপার ব্যাটার।
চোটের পর সোহানের আঙুলে এক্সরে করা হয়। আর সেই এক্সরে রিপোর্টে ফাটল ধরা পড়েছে। এই ধরনের ইনজুরিতে ৩ সপ্তাহ পর্যন্ত সময় লাগে।
বাংলাদেশের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেছেন, ‘আমরা সোহানের একটি এক্সরে করেছিলাম, সেখানে তর্জনিতে ফাটল ধরা পড়েছে। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। এই কারনে সোহান মঙ্গলবার সিরিজে শেষ টি-টোয়েন্টি খেলতে পারবেন না। পাশাপাশি ওয়ানডে সিরিজে মাঠের বাইরে থাকবেন।’
মাহমুদউল্লাহকে বিশ্রামে পাঠিয়ে সোহানকে অধিনায়ক করে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছিল বাংলাদেশ দল। সোহানের নেতৃত্বে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দর্শক হয়েই থাকতে হচ্ছে উইকেট কিপার এই ব্যাটারকে। সোহানের বদলে কে নেতৃত্ব দেবেন, বিষয়টি এখন জানায়নি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।