টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের বড় দুশ্চিন্তা টপ অর্ডার ব্যাটারদের অফ ফর্ম। যা জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতেও আরেকবার দেখা গেল। ১৫ রানে ৩ উইকেট হারানোর পর টাইগারদের বড় পুঁজির আশা দেখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল শান্ত।
টাইগার অধিনায়ক ধীরগতির ইনিংস খেলে ফিরলেও, অষ্টম টি-টোয়েন্টি ফিফটি করেনরিয়াদ। শেষদিকে জাকের আলীর ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৭ রান।
জিম্বাবুয়ের বিপক্ষে আগের চার ম্যাচেই জিতেছে বাংলাদেশ। ফলে হোয়াইটওয়াশের পাশাপাশি ভালো ব্যাটিং পারফরম্যান্স দেখানোই মূল লক্ষ্য ছিল স্বাগতিকদের। লক্ষ্য কতটা পূরণ হয়েছে সেটি সবার সামনে উন্মুক্ত। তবে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এই সিরিজের ফল নিয়েই হয়তো তৃপ্তি পেতে চাইবে টাইগাররা। টাইগারদের মাঝারি স্কোরে আজ বড় অবদান মাহমুদউল্লাহর। ৪৪ বলে ৬টি চার ও এক ছক্কায় ৫৪ রান করলেন তিনি। এ ছাড়া শান্ত ৩৬ এবং জাকের ২৪ রান করেছেন।
এই ম্যাচের একাদশে তিন পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। সেই তালিকায় চোখ রাখলে দেখা যায়– ১০ ব্যাটসম্যানের সঙ্গে খেলছেন কেবল ১ জন জেনুইন বোলার। যদিও ব্যাটারদের মধ্যে চারজন আবার নিয়মিত অলরাউন্ডার। সবমিলিয়ে লম্বা ব্যাটিং লাইনআপ নিয়েও দৈন্যদশা বাংলাদেশের।
খুলনা গেজেট/এমএম