পরিবেশবাদী সংস্থা ছায়াবৃক্ষের পক্ষ থেকে (৩০ জুলাই) শনিবার দুপুরে খুলনা নগরীর দৌলতপুরস্থ সরকারি বীণাপাণী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেশি জাতের ফলজ গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এ বছরের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী খানমের সভাপতিত্বে এবং ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক খলিলুর রহমান সুমন, রবিউল ইসলাম বিপ্লব, মনির হোসেন, আব্দুস সোবাহান, ইফতেখার আজম, ফেরদৌস নবীন, সহকারী শিক্ষক ফাল্গুনী সাহা, ফাতেমা খাতুন, রাব্বি প্রমুখ।