যশোরের চৌগাছায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দিনই নতুন আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। গত এক সপ্তাহে নতুন আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসের ৯ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত আট দিনে আরও ১০ ব্যক্তির শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন উপজেলার সিংহঝুলী ইউনিয়নের হাফিজুর রহমান নিপু (৬২), পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের পারবতী সরকার (৩১), উপজেলার মির্জাপুর গ্রামের মঞ্জুয়ারা বেগম (৫৪), জগদীশপুর গ্রামের আব্দুর রউফ (৩৩), সিংহঝুলী গ্রামের সামছুল (৫০), পৌর এলাকার ১ নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক (৫০), ফুলসারা ইউনিয়নের চাঁন্দা গ্রামের বিথি খাতুন (৩২), সলুয়া গ্রামের তানজিলা (১৪), সিংহঝুলী গ্রামের মাহমুদ আশরাবী (২৪) ও ইছাপুর গ্রামের ফিরোজা বেগম (৬৫)।
আক্রান্তদের মধ্যে হাফিজুর রহমান নিপু খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ এপ্রিল মারা যান। বাকি সকলেই নিজ নিজ বাড়িতে থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তরা বর্তমানে সুস্থ্য আছেন বলে পরিবারের পক্ষ হতে জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার লাকি বলেন, চৌগাছাতে যারা আক্রান্ত হয়েছেন তার বেশির ভাগই বর্তমানে সুস্থ্য আছেন। মহামারি করোনার কারনে সারা দেশে এক সপ্তাহের লকডাউন চলছে। আমরা সকলেই লকডাউনে ঘরের বাইরে না আসি। অতি প্রয়োজনে বাইরে এলে মুখে মাস্ক পরার পাশাপাশি অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
খুলনা গেজেট/ এস আই