যশোরের চৌগাছায় মোটরসাইকেল থেকে পড়ে গরু বোঝাই আলমসাধুর চাকায় পিষ্ঠ হয়ে শাম্মিআরা (৩৮) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উজিরপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
দূর্ঘটনায় স্বামী শরিফুল ইসলামও আহত হন। রবিবার বেলা ১১ টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কে জাহাঙ্গীরপু মাঠপাড়া নামক স্থানে এই হতাহতের ঘটনাটি ঘটে।
নিহতের ভাগ্নে মোঃ অংকন, ননদ রেশমা বেগম জানান, শামীমারা একজন এনজিও কর্মী ও অবসরে নিজ বাড়িতে সেলাই মেশিনের কাজ করেন। সেলাই মেশিনটি নষ্ট হয়ে যাওয়ায় রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে স্বামী স্ত্রী দু’জনে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি হতে চৌগাছার উদ্য শে রওনা হয়। পথিমধ্যে জাহাঙ্গীরপুর মাঠপাড়া নামক স্থানে পৌছালে একটি ব্যাটারী চালিত ইজিবাইকে মোটরসাইকেলে ধাক্কা দেয়, এতে সড়কের উপর ছিটকে পড়ে গৃহবধু শামীমারা। এ সময় দ্রুত গতির গরু বোঝাই একটি আলমসাধুর চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। মারাত্মক আহত হয় স্বামী শরিফুল ইসলাম।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক শামীমারাকে মৃত ঘোষনা করেন। চৌগাছা থানা পুলিশ দূর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন