যশোরের চৌগাছায় মৃত্যুর একদি পর মাঠের ধান ক্ষেত থেকে এক কৃষকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার চাঁদপাড়া গ্রামের মাঠ হতে লাশ উদ্ধার করা হয়। মৃত কৃষক শরিফুল ইসলাম (৪৮) ওই গ্রামের আব্দুল মজিদ বিশ্বাসের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার সকালে কৃষক শরিফুল ইসলাম গ্রামের এক ব্যাক্তির ক্ষেতে জোনে যায়। দুপুরে কাজ শেষ করে গ্রামের বাদারমাঠ নামক মাঠে নিজের ধান ক্ষেতে সে কাজে যায়।
বুধবার দুপুরে চৌগাছা এলাকাতে মুষলধারে বৃষ্টি সাথে বজ্রপাতও ঘটে। ধারনা করা হচ্ছে ওই বজ্রপাতে তিনি ধান ক্ষেতের মধ্যেই মারা যান। দিন পেরিয়ে সন্ধ্যা নামে বাড়ির একমাত্র উপর্জনক্ষম ব্যাক্তিটি বাড়িতে না আসায় চরম দুঃশ্চিন্তায় পড়েন গোটা পরিবার। রাতে নিকট আত্মীয় স্বজনসহ সম্ভব্য সকল জায়গায় খোঁজ নেয় কিন্তু কোথার তার সন্ধান পাওয়া যায়নি। পরের দিন বৃহস্পতিবার ভোর হতে পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খুজতে থাকেন।
একপর্যায়ে কৃষক শরিফুল ইসলামের ধান ক্ষেতে তার মরাদেহ পড়ে থাকতে দেখে, স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ধান ক্ষেত হতে মরাদেহ উদ্ধার করে।
নিহতের চাচা আব্দুর রাজ্জাক বলেন, বুধবার সকালে অন্যের জমিতে জোন খেটে সে আর বাড়িতে না এসে নিজের জমিতে কাজ করছিল। দুপুরে বৃষ্টির সাথে বজ্রপাত হলে ধান ক্ষেতেই তার মৃত্যু হয়, তবে বিষয়টি বুধবার আমরা কেউ বুঝতে পারেনি। তার শরীরের বেশ কিছু স্থানে আগুনে ঝলসে গেছে।
চৌগাছা থানার এসআই লোকমান হোসেন লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ