যশোরের চৌগাছায় বর্ডার গার্ড বাংলাদেশ ও যশোর জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ২০২ বোতল ফেনসিডিলসহ চারজন আটক হয়েছে। এ ঘটনায় চৌগাছা থানায় পৃথক মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে চৌগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের কংশারীপুর গ্রামে চৌগাছা-মাসিলা সড়কের লুৎফর রহমানের বাড়ির সামনের রাস্তায় অভিযান চালিয়ে ডিবি পুৃলিশ একটি প্রাইভেটকারে বহনের সময় ৪ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করে।
এরা হলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মারুফদাহ গ্রামের শাহারেফ হোসেন (২৪) একই উপজেলার রায়পুর গ্রামের দীলিপ বিশ্বাস (৩৫) প্রাইভেটকার চালক চুয়াডাঙ্গা সদর উপজেলার শফিকুল ইসলাম (২৮)। এসময় কার থেকে অন্য একজন পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার রাতে যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক শাহিনুর রহমান মঙ্গলবার রাতে তাদের নামে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
পুলিশের একটি সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে শাহারেফ হোসেন পুলিশ সদস্য (কনস্টেবল)। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত। তবে আটকের সময় তিনি সাদা পোশাকে ছিলেন বলে স্থানীয়রা জানান।
বুধবার (৬ এপ্রিল ) ভোররাত রাত ৩টার দিকে উপজেলার জিহলী বিজিবি ক্যাম্পের অদূরে মেইন পিলারের পাশ থেকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ আলমগীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে হিজলী বিজিবি ক্যাম্পের সদস্যরা। আলমগীর উপজেলা ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা। এসময় তার অন্য তিন সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার চৌগাছা থানায় মামলা করেন হিজলী বিজিবি ক্যাম্পের হাবিলদার কেএম শাহিবুর রহমান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, তাদেরকে পৃথক মাদক মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এএ