খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  রিসেট বাটন বলতে ৭১ এর গর্বিত ইতিহাস নয় দূর্নীতিগ্রস্থ রাজনীতি মুছে নতুন সূচনার কথা বলেছেন ড. ইউনূস : প্রেস উইং
  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় স্মৃতি বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পরিবার। তিনি উপজেলার ধুলিয়ানী ইউপির শাহাজাদপুর গ্রামের মালেশিয়া প্রবাসী নাসির উদ্দিনের স্ত্রী।

সোমবার(১১ এপ্রিল) সকালে গ্রামের নিজ শোবার ঘরের আড়া থেকে রশি দিয়ে ঝুলন্ত তাঁর লাশ উদ্ধার করে স্বজনরা। পরে পুলিশ গিয়ে লাশটি হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্মৃতি বেগমের পুত্রবধু রিমি খাতুন। সকাল ৭টার দিকে স্মৃতি বেগমের মাটির ঘরের আড়ার সাথে রিমিকে ঝুঁলতে দেখে চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে দেখেন রিমি মারা গেছেন। সংবাদ পেয়ে দশপাকিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যেয়ে লাশটির সুরতহাল প্রতিবেদন করেন। পরে সেটি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ।

স্থানীয়রা জানায়, স্মৃতি বেগম মাটির ঘরে থাকেন। নতুন করে তাঁরা একটি পাকা বাড়ি করছেন। বাড়ি তৈরিসহ পারিবারিক বিষয় নিয়ে কয়েকদিন ধরে স্মৃতি বেগমের সাথে তাঁর ছেলে ইউসুফ আলীর মনোমালিন্য হয়। সোমবার সকালে স্মৃতি বেগমের বাবা ও মা’র তাঁদের বাড়িতে বিষয়টি মিমাংসার জন্য আসার কথা ছিলো।

স্মৃতি বেগমের ভাশুর (স্বামীর বড়ভাই) জানান, সোমবার ভোরে তিনি যখন নিজের খেতে ফসল পরিচর্যা করতে যান তখন দেখেন স্মৃতি বেগম ফজরের নামাজ পড়ছেন। তিনি জানান স্মৃতি বেগম প্রতিদিনের মত রোজাও রেখেছিলেন।

দশপাকিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নূর উন নবী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। সেটিকে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে। তিনি জানান কিভাবে তাঁর মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া এখনই বলা সম্ভব হচ্ছে না।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!