যশোরের চৌগাছায় পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবুল কালাম আজাদ সহ নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন চৌগাছা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবুল কালাম আজাদ (৪৬), পৌরসভার ৫নং ওয়ার্ডের বিশ্বাস পাড়ার কামরুল ইসলাম (৪০), ৬নং ওয়ার্ডের পৌরভবনপাড়ার আকলিমা বেগম (৩৫) ও জাহিদুল ইসলাম (৪৩), একই ওয়ার্ডের বাকপাড়ার আবু মুসা (৫৭), সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের জাহাঙ্গীর (৫০), চৌগাছা সদর ইউনিয়নের মন্মথপুর গ্রামের রেজাউল ইসলাম (৫৪) নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মমতাজ বেগম (২০) ও ধুলিয়ানি ইউনিয়নের ভাদড়া গ্রামের পান্না বেগম (৪০)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকি বলেন গত ১৯ তারিখে ১৬ জনের নমুনা পাঠানো হয়। সেই নমুনা ২০ জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনম সেন্টারে পরীক্ষায় ৯ জনের করোন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৬.২৫। তিনি আরও বলেন শনাক্ত ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তিনি বলেন, ক্রমেই চৌগাছায় করোনা শনাক্তের হার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। তিনি চৌগাছাবাসীকে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, করোনা সংক্রমণ রোধে বিশেষ লকডাউন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে আমরা ব্যবসায়ীদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করছি। তিনি বলেন ক্রমেই চৌগাছায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। লকডাউন বাস্তবায়নে চৌগাছা থানা পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
খুলনা গেজেট/কেএম