যশোরের চৌগাছায় মটরসাইকেল চালক কাইয়ুম আলী হত্যা ও মটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ২ জনকে আটক করছে পুলিশ। ছিনতাই হওয়া মটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) গভীর রাতে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সৈয়দপুরের মাসুদ হোসেনের ছেলে অন্তর(২২) ও নওগাঁ জেলার সদর থানার শৈলকূপা গ্রামের মোতাহার হোসেনের ছেলে রাহিম মন্ডল ওরফে রায়হান (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, লাশ উদ্ধারের পর থেকেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্রে ছিনতাই হওয়া মটরসাইকেলের সন্ধান মেলে। মঙ্গলবার দিবাগত রাতে ঝিনাইদহ জেলার কালিগঞ্জের ছোট ঘীঘাটি গ্রাম থেকে অন্তরকে (রাত ৩টায়) ও মাগুরা জেলা থেকে রায়হানকে (ভোর ৬টায়) আটক করে পুলিশ। রায়হানকে আটকের সময় তার হেফাজতে থাকা সেই বাজাজ সিটি ১০০ মটর সাইকেলটি উদ্ধার করে পুলিশ।
এই দুই ঘাতকের গ্রেপ্তার ও মটর সাইকেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, মটর সাইকেলটি ছিনতাই চেষ্টাকালে তাদেরকে বাঁধা দেয় কায়েম আলী। তখনই ঘাতকরা কায়েম আলীকে ধারাল চাকু দিয়ে জবাই করে হত্যা করে। তিনি আরও জানান এই হত্যাকান্ডে নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য গত সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলার সৈয়দপুর এলাকার সিঙের বিলের রাস্তার পাশ থেকে মটর সাইকেল চালক কায়েশ আলীর জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ।
খুলনা গেজেট/ এস আই