খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

চির নিদ্রায় শায়িত অধ্যক্ষ দেলওয়ারা বেগম

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ দেলওয়ারা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ মাগরিব টুটপাড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে বিকাল সাড়ে ৫টায় দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ, সকল সহযোগী ও বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরে নগরীর শহিদ হাদিস পার্কে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়।

এসকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক অভিভাবক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজি আমিনুল হক, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর শেখ সোহেল উদ্দিন, পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, মাউশি খুলনার পরিচালক প্রফেসর হারুনুর রশীদ, শ্রম পরিচালক মো. মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মিজানুর রহমান মিজান, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, আ ফ ম সালাম, মোস্তাফা কামাল পাশা, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ, মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, কামরুজ্জামাল জামাল, মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, সরদার আবু সালেহ, এস এম খালেদীন রশীদ সুকর্ণ, সাবেক সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এম এ রিয়াজ কচি, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, জোবায়ের আহমেদ খান জবা, হালিমা ইসলাম, কাজী শামীম আহসান, শেখ ফারুক হাসান হিটলু, মোজাফফর মোল্যা, মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, এস এম আকিল উদ্দিন, শেখ আবুল হোসেন, গাজী এজাজ আহম্মেদ, অসিত বরণ বিশ্বাস, অধ্যক্ষ ফ ম সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, ফারহানা হালিম, মোসাম্মাৎ শামসুন্নাহার, শিউলি সারোয়ার, জামিল খান, শেখ জাহিদুল ইসলাম, ফেরদৌস হোসেন লাবু, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, ফায়েজুল ইসলাম টিটো, হোসনেয়ারা চম্পা, নাজনিন নাহার কনা, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মানিকুজ্জামান অশোক, সফিকুর রহমান পলাশ, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, শেখ মো. আবু হানিফ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, এস এম আসাদুজ্জামান রাসেল, এম এম আজিজুর রহমান রাসেল, মো. পারভেজ হাওলাদার, মো. ইমরান হোসেন, এ্যাড. শামীম আহমেদ পলাশ, মনোয়ারা খাতুন শিউলি প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!