ক্ষমতাসীন দলের প্রার্থী ও তাদের সমর্থকরা প্রশাসনের সহযোগিতায় নির্বাচনের পরিবেশ বিনষ্ট করেছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, আমরা আশা করছি, নির্বাচন কমিশন তৃণমূলের ভোটাধিকারের কথা বিবেচনা করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবে।
শনিবার (২৬ ডিসেম্বর) খুলনা জেলার দাকোপ থানার চালনা পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রাথী আবুল খায়ের খানের পক্ষে গনসংযোগ ও প্রচারণার আগে কর্মী সভায় তিনি এসব কথা বলেন। মঞ্জু নির্বাচন কমিশনকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনগণের স্বাধীন ভোটাধিকারের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার ফিরিয়ে দেওয়ার আহবান জানান।
নিবাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ শাকিল আহমেদ দিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, অসিত কুমার সাহা, আব্দুল মান্নান খান, এস এম গোলাম কাদের,সরদার ফারুক আহমেদ, শরীফুল ইসলাম, আলমগীর হোসেন, বেনি সাধক বিশাবাস, রউফ সরদার, মুজাফ্ফর হোসেন, কাশেম সানা, কামরুজ্জামান টুকু, আঃ রাজ্জাক শেখ, ফেরদৌস হোসেন, জি এম রুম্মন, রবিউল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, মীমতাজ মিনা, শহিদুল ইসলাম, দীপক সরদার, মনিরুল ইসলাম, রহিম তালুকদার, হালম হাওলাদার, শেখ রফিকুল ইসলামসহ অনেকে।
বেলা ১১টায় চালনা পৌরসভার ডাকবাংলো মোড় থেকে ৬ নং ওয়ার্ড, ৫নং ওয়াড, ৪ ওর্য়াডসহ চালনা বাজার এবং বাদ আসর চালনা আসাফুর বাজার ও বৌমার গাছতলা গনসংযোগ করেন। এর আগে জোহর নামাজে পরে করোনায় আক্রান্ত মেয়র প্রাথী আবুল খায়ের খানের বাসায় যান এবং তার মা ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। এছাড়া অসুস্থ সাবেক মেয়র প্রাথী শেখ আব্দুল মান্নান, ইশরাক আলী সেখ ও যুবদল নেতা অমল গোলদারের বাসায় গিয়ে তাদের খোঁজ খবর নেন।খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম