একমাত্র টেস্টের পর এবার ওয়ানডে মিশনে বাংলাদেশ ও আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হচ্ছে দুপুর ২টায়।
ইনিংস উদ্বোধন করতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন তামিম ইকবাল। বেশিক্ষণ থিতু হতে পারলেন না উইকেটে। ফজলহক ফারুকির বলে আলতো করে ব্যাট চালিয়ে নিজের বিপদ ডেকে আনলেন তামিম। বল চলে যায় উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজের বিশ্বস্ত গ্লাভসে। ২১ বলে ১৩ রান করে বিদায় নেন টাইগার এই ওপেনার।
সালিমের অভিষেক
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গেল ২০ বছর বয়সী মোহাম্মদ সালিম সাফির। এখনও পর্যন্ত ১৫ লিস্ট ‘এ’ ম্যাচ খেলে সালিমের শিকার ২৫ উইকেট। অবশ্য অভিষেক ম্যাচে শুরুটা ভালো হয়নি আফগান এই পেসার। নিজের প্রথম ওভারে ১৩ রান খরচ করেছেন তিনি। যেখানে অতিরিক্ত খাত থেকেই এসেছে ৮ রান।
কোমরের চোট থাকায় তামিমের খেলা নিয়ে কিছুটা দোলাচল থাকলেও গতকাল তিনি জানিয়েছিলেন প্রথম ওয়ানডেতে খেলছেন তিনি। তবে শতভাগ ফিট নন সেটাও নিজ মুখে গণমাধ্যমে জানিয়েছিলেন এই ওপেনার। তামিমের এমন সিদ্ধান্তে অবশ্য নাখোশ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গুঞ্জন ছিল আজ তিনি খেলবেন কি না। তবে সব গুঞ্জন উড়িয়ে টস করতে নেমেছেন তামিম।
বাংলাদেশের একাদশ-তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ-রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।
খুলনা গেজেট/এনএম