উচ্চ রক্তচাপ ও মাথা ব্যাথা সহ্য করতে না পেরে কীটনাশক পান করে গীতা কুন্ডু(৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল পৌনে ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি যশোর জেলার চৌগাছা উপজেলার দীলিপ কুন্ডুর স্ত্রী ছিলেন।
মৃতের বড় ছেলে রাজা কুন্ডু বলেন, তার মা গীতা কুন্ডু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উচ্চ রক্তচাপ ও মাথা ব্যাথায় তিনি সবসময় আক্রান্ত থাকতেন। তাছাড়া এর আগে তিনি দু’বার স্ট্রোক করেছেন। বুধবার সকাল থেকে তিনি খুব অস্বস্তি বোধ করছিলেন। প্রেসার বেশী উঠে গেলে তিনি সহ্য করতে পারতেন না। দুপুরে বাসায় কেউ ছিলনা। এ সুযোগে তিনি ঘাস মারা কীটনাশক পান করে। এরপর থেকে তার বমি শুরু হয়। বাড়ির পাশে বাবা একটি ক্ষেতে কাজ করছিলেন। এসময় প্রতিবেশীরা খবর দিলে তিনি বাড়ি যান। বাড়ি গিয়ে মা জিজ্ঞাসা করলে কীটনাশক পানের বিষয়টি বাবাকে বলেন।
তাকে চিকিৎসার জন্য চৌগাছা উপজেলার স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তার অবস্থার উন্নতি হয়নি। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোনাডাঙ্গা থানার এস আই মাসুম বিল্লাহ বলেন, হাসপাতাল থেকে গীতা রানীর মৃত্যুর সংবাদ থানায় দেওয়া হলে মৃতের সুরতহাল রির্পোট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করা হয়। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে তিনি কীটনাশক পান করে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়না তদন্ত ছাড়া বলা যাবেনা এটি হত্যা না আত্মহত্যা।