খুলনা, বাংলাদেশ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আজ খোলা থাকবে সরকারি অফিস
  মাদারীপুরের বাহেরচর কাতলায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারের বেশ কয়েকজন নিখোঁজ
  কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকা খুলে গেছে, ৭১ জন যাত্রী নিয়ে শাহজালালে জরুরি অবতরণ

গৌহাটিতে বৃষ্টি, বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ নিয়ে শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হয়েছে এই ম্যাচটি। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

প্রথম প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরি করে ভালো কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন লিটন দাস। তবে দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেন তিনি। ছয় বলে পাঁচ রান করে রিস টপলির বলে ফিরে যান তিনি। লেগ সাইডে এক্সট্রা বাউন্সসহ ধেয়ে আসা বলটি লিটনের ব্যাটে লেগে উইকেটরক্ষক জস বাটলারের গ্লাভসে দলে যায়।

লিটন ফেরার পর বেশ ধৈর্য নিয়ে ইনিংস শুরু করেন শান্ত। কিন্তু অল্পতেই ফিরে যেতে হয় তাকে। ১১ বলে দুই রান করে টপলির বলে ফিরে যান শান্ত। ডিপ থার্ড অঞ্চলে ক্যাচটি লুফে নেন গাস অ্যাটকিনসন। ফলে ২৬ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ।

তারপর তানজিদ তামিম এবং মেহেদী হাসান মিরাজের ব্যাটে স্বস্তি খুঁজে পায় বাংলাদেশ। দুজন মিলে গড়েন ৫২ রানের জুটি। প্রথম প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়া তানজিদ এই ম্যাচেও হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান। কিন্তু দুর্ভাগ্য তার।

৪৪ বলে ৪৫ রান করে মার্ক উডের বলে ইনসাইড এজে বোল্ড হয়ে ফিরে যান তিনি। ৭৮ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুশফিককে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মিরাজ। মুশফিক ৮ রান করে আদিল রশিদের বলে বোল্ড হলে এই জুটি ভাঙে।

মুশফিক ফিরলেও মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে বাংলাদেশের ইনিংস টানেন মিরাজ। তাকে সঙ্গে নিয়েই ৬২ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। তবে ৩৪ রানের বেশি করতে পারেনি এই জুটি। ২১ বলে ১৮ রান করে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলে দেন মাহমুদউল্লাহ। ১৩৮ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর বৃষ্টির কারণে লম্বা সময়ের জন্য বন্ধ থাকে খেলা। ঢেকে দেয়া হয় উইকেটও। তবে বৃষ্টির তীব্রতা কমে আসার পর সরিয়ে নেয়া হয়েছে কাভার। ফলে ম্যাচটি আবারও মাঠে গড়ানোর জোর সম্ভাবনা রয়েছে। মাঠ পরিদর্শনের পর ম্যাচ ৪০ ওভারে নামিয়ে এনেছেন আম্পায়াররা। ম্যাচটি পুনরায় শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৭টায়। যদিও আম্পায়ারদের এই ঘোষণার খানিক বাদেই আবারও শুরু হয় বৃষ্টি।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!