খুলনা, বাংলাদেশ | ২৭ আশ্বিন, ১৪৩১ | ১২ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১৫
  ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু
  এমন রাষ্ট্র গঠন করতে চাই যা নিয়ে দুনিয়ার সামনে গর্ব করা যায়, ঢাকেশ্বরী মন্দিরে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা-বিপণনে ২২ দিনের নিষেধাজ্ঞা
সাতক্ষীরায় ঘর পাচ্ছে আরো ৪৪৭ পরিবার

গৃহহীন মুক্ত উপজেলা ঘোষিত হচ্ছে তালা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে একযোগে ২৬ হাজার ২২৯টি গৃহ হস্তান্তর করা হবে। এরমধ্যে সাতক্ষীরা জেলায় উদ্বোধনের মাধ্যমে হস্তান্তর করা হবে ৪৪৭টি সেমিপাকা দ্বিকক্ষ বিশিষ্ট গৃহ। একই সাথে সাতক্ষীরা তালা উপজেলাকে গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সাতক্ষীরা জেলায় ৪৪৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে সেমিপাকা দ্বিকক্ষ বিশিষ্ট গৃহ হস্তান্তর করা হবে। এর আগে প্রথম পর্যায়ে ২০২১ সালের ২৩ জানুয়ারি জমির মালিকানাসহ ১হাজার ১৪৭টি গৃহ হস্তান্তর করা হয়। দ্বিতীয় পর্যায়ে ২০২১ সালের ২০ জুন ৬শ’ ৩৩টি, তৃতীয় পর্যায়ে জেলায় মোট বরাদ্দকৃত গৃহের ৮০৯টির মধ্যে চলতি বছরের গত ২৬ এপ্রিল ২৪০টি হস্তান্তর করা হয় এবং আজ বৃহস্পতিবার হস্তান্তর করা হবে আরও ৪৪৭টি। বাকি ১২২টি গৃহ এখনো নির্মাণাধীন রয়েছে। সাতক্ষীরায় মোট বরাদ্দকৃত ২হাজার ৬২২টি একক গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে। যা নির্মাণে খরচ হয়েছে ২২কোটি ২৯ লক্ষ ৭০হাজার ৫০০ টাকা।

তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ক্রয়কৃত হালনাগাদ জমির পরিমাণ ৫.০৩৯৪ একর। ক্রয়কৃত জমিতে পুনর্বাসিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের হালনাগাদ সংখ্যা ২১৭টি ও জেলার তালা উপজেলায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে মুজিববর্ষে একশোটি পরিবারকে পুনর্বাসিত করা হয়। এছাড়া আজ বৃহস্পতিবার জেলার তালা উপজেলাকে গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে এবং পর্যায়ক্রমে দেবহাটা ও কালীগঞ্জ উপজেলাকে গৃহহীন মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা করা হবে।

সরকারের ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে আশ্রায়ন-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ভূমিহীন ও গৃহহীনদের কাছে আরো ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করবেন।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!