খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  রিসেট বাটন বলতে ৭১ এর গর্বিত ইতিহাস নয় দূর্নীতিগ্রস্থ রাজনীতি মুছে নতুন সূচনার কথা বলেছেন ড. ইউনূস : প্রেস উইং
  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

গুজব-অপপ্রচার রুখতে মানুষের দোরগোড়ায় বিট পুলিশ

নিজস্ব প্রতিবেদক

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনা জেলা পুলিশ মানুষের দ্বারপ্রান্তে সচেতনতামূলক প্রচারণা করছেন। বিট পুলিশিং ইউনিটের মাধ্যমে গুজব, সোস্যাল মিডিয়ায় অপপ্রচারসহ বিভিন্ন অপরাধের বিষয়ে মানুষকে সচেতন করে চলেছেন।

সোমবার (১১ এপ্রিল) খুলনা দিঘলিয়া থানাধীন ৩নং বিট এলাকার দেয়াড়া বাজারের স্থানীয় জনগনের সাথে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গুজব, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার, মাদক, জুয়া, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, সন্ত্রাস, ধর্ষণ, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতা, চাঁদাবাজ, জঙ্গীবাদ এর কু-ফল সংক্রান্তে সচেতনতামুলক আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুশান্ত সরকার, দিঘলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুশান্ত সরকার বলেন, পুলিশের সেবাকে জনগনের নিকট পৌঁছে দেওয়া এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার উদ্দেশ্যেই আমরা  বিট পুলিশিংয়ের মাধ্যমে এ ধরণের উঠান বৈঠকগুলো করে থাকি। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় খুলনা জেলার ৬৯টি বিটে আমাদের এই ধরনের কার্যক্রমগুলো চলমান রয়েছে। সাইবার অপরাধ, কিশোর গ্যাং, মাদক, জঙ্গী, গুজব, অপপ্রচারসহ সামাজিক অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে খুলনা জেলা পুলিশ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!