খুলনা, বাংলাদেশ | ২৬ আশ্বিন, ১৪৩১ | ১১ অক্টোবর, ২০২৪

Breaking News

  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম

ফুলবাড়িগেট প্রতিনিধি

নীতিমালা উপেক্ষা করে ফুলতলা উপজেলার গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। একটি প্রভাবশালী মহল গঠনতন্ত্র উপেক্ষা এবং আইন লঙ্ঘন করে পছন্দের লোকজন দ্বারা একটি পকেট কমিটি গঠন করেছেন বলে অভিযোগ করা হয়। এই বিষয়টি নিয়ে এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ একটি প্রভাবশালী মহল গঠনতন্ত্র উপেক্ষা করে পছন্দের লোকজন দিয়ে একটি পকেট কমিটি গঠন করেন। বিদ্যালয়ের অভিভাবকরা ওই পকেট কমিটি অবিলম্বে বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যালয়ের কমিটি গঠনের নির্দেশনা থাকলেও তা গোপন রেখে প্রধান শিক্ষক মোঃ ইকবাল কবির এলাকার একটি প্রভাবশালী মহলকে নিয়ে গোপনে পকেট কমিটি গঠন করে শিক্ষাবোর্ডে জমা দিয়েছেন।

অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য দ্বারা ছাত্র-ছাত্রীদের পড়ালেখা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতির কার্যক্রম পরিচালিত হয়। এই কমিটি গঠন প্রক্রিয়া হতে শেষ পর্যন্ত বিদ্যালয়ের কোন ছাত্র-ছাত্রী অভিভাবক অবগত নয়। পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ার পর একটি আহŸায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহ্বায়ক কমিটি ও প্রধান শিক্ষক কারসাজি করে তার পছন্দনীয় লোকদের নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করে। এই কমিটি বাতিল পূর্বক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী অভিভাবক বিষয়টি অবগত করে পুনরায় ম্যানেজিং কমিটির নির্বাচন করার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

এই বিষয় অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক ইকবাল কবির বলেন, আমি নিয়মের কোনো ব্যত্যয় করিনি, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কমিটি গঠন করতে চেয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম জানান, ম্যানেজিং কমিটি করার বিষয়ে আমি কিছু জানি না। তবে কমিটি গঠনে অনিয়ম হয়েছে এমন একটি লিখিত অভিযোগ পেয়েছি।

এঘটনায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার সাধারণ মানুষ এর মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে । একাধিক অভিভাবক বলেন, আমরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছি আশা করি এ বিষয়ে অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। আর যদি না করা হয় তাহলে ঈদের পর অভিভাকরা সম্মিলিতভাবে বর্তমান অবৈধ কমিটি বাতিলের জন্য মানববন্ধনসহ কঠিন কর্মসূচি ঘোষণা করবো ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!