বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, দক্ষিণবঙ্গের উন্নয়নের রূপকার, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চেতনার অগ্নিমশাল তরিকুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে খুলনায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা।
সভায় বক্তারা তরিকুল ইসলামকে গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আজীবন সংগ্রামী নেতা হিসেবে আখ্যায়িত করে বলেন, বিএনপির চরম সংকটময় সময়ে সকল হুমকি, নির্যাতন, প্রলোভন ও অত্যাচার সহ্য করেও দলের জন্য বিশ্বস্ততার সাথে কাজ করেছেন। রাজপথে অবদান রাখা কর্মীর মূল্যায়ন করতেন, তাদেরকে নেতৃত্বে আনার জন্য সুপারিশ করতেন। সামরিক স্বৈরশাসক এরশাদ ও নব্য ফ্যাসিবাদী হাসিনা সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে বারবার কারা নির্যাতন ভোগ করেছেন। যার ক্ষতচিহ্ন বহন করতে হয়েছে জীবনের শেষ দিন পর্যন্ত। জিয়া পরিবারের একান্ত বিশ্বাসভাজন হিসেবে তিনি ভূমিকা রেখেছেন সকল দুঃসময়ে। বাংলাদেশের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাজনীতির ইতিহাসে মরহুম তরিকুল ইসলামের অবদান স্বার্ণাক্ষরে লেখা থাকবে।
বিএনপি নেতা মাসুদ পারভেজ বাবুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএনপি নেতা শফিকুল আলম তুহিন, এস এম মনিরুল হাসান বাপ্পী, আজিজুল হাসান দুলু, মেজবাউল আলম, এহতেশামুল হক শাওন, মুর্শিদ কামাল, সুলতান মাহমুদ,শেখ সাদী, আজিজা খানম এলিজা, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবির, সেতারা সুলতানা, আব্দুল আজিজ সুমন, আব্দুল মান্নান মিস্ত্রি,নিঘাত সীমা, মোঃ তাজিম বিশ্বাস, শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন আনো, মেহেদী মাসুদ সেন্টু, আসাদুজ্জামান আসাদ, শরিফুল ইসলাম টিপু, আইয়ুব হোসেন মোল্লা, মনজুর আরফিন, ওয়াহিদুজ্জামান হাওলাদার, সাইফুল ইসলাম মলিক, নাদিমুজ্জামান জনি, মনজুর রশিদ, বায়েজিদ হোসেন, মুনতাসির আল মামুন, হারুনার রশিদ মাসুম, মনিরুজ্জামান মনি, মাহমুদ হাসান বিপ্লব, মোঃ কামাল হোসেন, জাহিদুল ইসলাম বাচ্চু, মোঃ আমিন হোসেন, মমিনুর রহমান সাগর, নুর ইসলাম, রেজাউল ইসলাম, লিটন হোসেন, ডালিম, মেহেদী হাসান বাবু, নয়ন, শাহানাজ সরোয়ার, সাহানা আক্তার, সোনিয়া খান, মৌসুমি, সালেহা খাতুন, গুড়িয়া, এম ডি আনিসুর রহমান, হান্নান শিকদার। শেখ ফারুক, ফিরোজ আহমেদ, হাসান ফকির, সৈয়দ ইমরান, রিয়াজুল ইসলাম মুরাদ, শেখ হৃদয় আহমেদ, কাজী জাকারিয়া, মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম লিটু, মোঃ আবু জাফর, অনিক আহমেদ, জাহিদুল ইসলাম, মাখসুদ আলম, মাজহারুল ইসলাম রাসেল, মোঃ ইউসুফ শেখ প্রমুখ।
আলোচনা শেষে মরহুম তরিকুল ইসলাম ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/ টি আই