খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

খুলনায় ৫ টাকায় মিলছে রমজানের বাজার

নিজস্ব প্রতিবেদক

অসহায়, গরীব ও নিম্নআয়ের মানুষের জন্য মাত্র ৫ টাকায় রমজান মাসের বাজার নিয়ে এসেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উই আর বাংলাদেশ (ওয়াব)। শনিবার (১৬ মার্চ) মাত্র ৫ টাকা মূল্যে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম খেজুর, ১ কেজি মুড়ি, পেয়াজ ১ কেজি ও ৫০০ গ্রাম তেল বিতরণ করেন তারা। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের ‌তি‌নি বলেন, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন We Are Bangladesh (WAB) এর প্রতিষ্ঠাতা আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী কনস্টেবল এস.এম আকবর। পুলিশের চাকুরী করার পাশাপাশি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে যে মানুষের পাশে দাঁড়ানো যায় সেটি তিনি উই আর বাংলাদেশ নামক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে করে যাচ্ছেন। এটা মানবিক পুলিশিং কর্মকান্ডের একটি অংশ, এখানে শুধু পুলিশ সদস্যরাই নয়,সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষও এই মানবিক কর্মকান্ডে যুক্ত হয়েছেন। তিনি হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে “ওয়াব” এর “৫ টাকায় রমজানের বাজার” শিরোনামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানান।

তিনি আরও বলেন, এটি কোন দান সদকা নয়, এটি মানুষের দাঁড়ানোর জন্য ক্ষুদ্র প্রয়াস মাত্র। ভোগ্য ‍পণ্য বৃদ্ধির কারণে যারা ঠিকমতো বাজার করতে পারছেন না তারা ৫ টাকার বিনিময়ে “ওয়াব” এর পক্ষ থেকে তারা ৯ টি নিত্যপ্রয়োজনীয় আইটেম পাচ্ছেন। এই সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটি ইতোপূর্বেও বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা সংকটাপন্ন রোগীকে বিনামূল্যে রক্তদান, গৃহহীনদের গৃহনিমার্ণ, ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা উপকরণ কিনে দেওয়াসহ শিক্ষার খরচ বহন, দুস্থ রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষদের পুনর্বাসনের জন্য সেলাই মেশিন প্রদান করেন এবং প্রাকৃতিক প্রতিটা দুর্যোগে তারা মানুষের পাশে করে থাকেন। একটি মানুষ তার কর্ম দিয়েই কিন্তু প্রমাণিত হয়, সে কি চাকরি করে তা দিয়ে প্রমাণিত হয়না। মানুষকে ভালোবাসার মাধ্যমেই পরমাত্মাকে তথা স্রষ্টাকে পাওয়া যায়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোও একটি ইবাদত। পুলিশ কমিশনার পবিত্র রমজান মাসে এবং উৎসবের আগে সমাজের ধনাঢ্য ও বিত্তবান মানুষদের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াব এর মতো দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহবান জানান।

খুলনা গেজেট/ এএজে

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!