২৬ দিন বন্ধ থাকার পর আবারও খুলনায় সুলভমূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি প্রতিষ্ঠান টিসিবি। সোমবার শুরু হয়ে কার্যক্রম চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত। প্রতিদিন ৮ টি ওয়ার্ডের ৩২ টি স্থানে বিক্রি করা হবে টিসিবি’র পণ্য। এ ৪ দিনে খুলনা সিটি কর্পোরেশনের ৩২ টি ওয়ার্ডের ৮৫ হাজার উপকারভোগী কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় করতে পারবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবি খুলনা আঞ্চলিক প্রধান মোঃ রবিউল মোর্শেদ। তিনি খুলনা গেজেটকে বলেন, জুলাই মাসের ৫ তারিখে টিসিবির পণ্য বিক্রি বন্ধ হয়ে যায়। কেন্দ্র থেকে আবারও সূলভমূল্যে টিসিবির পণ্য বিক্রির প্রজ্ঞাপণ জারি করা হয়। তবে চিনি, তেল ও ডালের সাথে নতুন করে যুক্ত করা হয়েছে পেঁয়াজ।
তিনি বলেন, ১ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত সিটি কর্পোরেশনের ৩২ টি ওয়ার্ডের উপকারভোগীরা কার্ডের মাধ্যমে পণ্য কিনতে পারবেন। ১ আগস্ট নগরীর খুলনা সিটি করপোরেশন এলাকায় ১, ২, ৩, ৪, ২৮, ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডে। ২ আগস্ট ৫, ৬, ৭, ৮, ২৪, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডে। ৩ আগস্ট ৯, ১০, ১১, ১২, ২০, ২১, ২২ ও ২৩ নং ওয়ার্ডে। ৪ আগস্ট ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডে সূলভমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
টিসিবির প্যাকেজ মূল্য নিধারণ করা হয়েছে ৪৪৫ টাকা। প্রতিটি প্যাকেজে থাকবে ১৩০ টাকায় ২ কেজি ডাল, ৪০ টাকায় ২ কেজি পেঁয়াজ, ৫৫ টাকায় ১ কেজি চিনি এবং ২২০ টাকায় ২ লিটার তেল।
তিনি আরও বলেন, টিসিবির ডিলারগণ দোকানের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করতে পারবেন। দোকানের স্থান না পেলে তারা সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে একটি স্থান নির্বাচিত করে দেবেন। বিক্রি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সরকারি দপ্তরের কর্মকর্তারা তদারকির নিয়োজিত থাকবেন।