খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  রিসেট বাটন বলতে ৭১ এর গর্বিত ইতিহাস নয় দূর্নীতিগ্রস্থ রাজনীতি মুছে নতুন সূচনার কথা বলেছেন ড. ইউনূস : প্রেস উইং
  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত
নাগরিক সমাজের বিবৃতি

`খুলনায় সমন্বয়হীনতার কারণে জনদুর্ভোগ ও অর্থ অপচয় মেনে নেয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক

উন্নয়ন কাজে সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়হীনতা, দূরদর্শিতা, যথাযথ পরিকল্পনার অভাব প্রভৃতি কারণে জনদুর্ভোগ এবং রাষ্ট্রের তথা জনগণের অর্থ অপচয় মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশেষ করে কেসিসি, কেডিএ, ওয়াসা, বিদ্যুৎ বিভাগ প্রভৃতি কর্তৃপক্ষ পরস্পর কোনো সমন্বয় ছাড়া মহানগরীর সড়কগুলো সারা বছর ধরে খোঁড়াখুঁড়ি করে জনদুর্ভোগ বৃদ্ধি করে থাকে। অন্যদিকে রাষ্ট্র তথা জনগণের বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়।

সম্প্রতি কেসিসি কর্তৃক অনেকগুলো সড়ক মেরামত, সংস্কারের পর ওয়াসা পয়ঃনিষ্কাশন লাইন বসানোর জন্য পুনরায় সড়কে কাজ করার ঘোষণায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, আমাদের জানামতে অনেক পূর্বেই ওয়াসার এ প্রকল্প একনেকে অনুমোদিত হলেও কেসিসি কর্তৃক সড়ক সংস্কারের কাজ শুরুর সময় ওয়াসা কেন কেসিসি’র সাথে বিষয়টি সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করলো না ?

নেতৃবৃন্দ বলেন, এহেন অনাকাক্সিক্ষত ঘটনা নতুন কিছু নয়, দীর্ঘদিনের। ফলশ্রুতিতে উন্নয়নের সুফল ভোগ করার চেয়ে জনগণকে ভোগান্তির শিকারই বেশি হতে হয়। এমনিতেই মহানগরীর অনেকগুলো সড়ক নির্মাণের কাজ ঝুলন্ত অবস্থায় আছে। সামনে বর্ষকালে মারাত্মক ভোগান্তির শিকার হতে হবে। আবার বর্ষাকালকে সামনে রেখেই ওয়াসার অবিবেচনাপ্রসূত, দায়সারা এহেন কর্মকাÐ জনগণের ভোগান্তিই বাড়াবে। নেতৃবৃন্দ প্রকল্পের কাজ বন্ধ রেখে পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরসমূহের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে উপযুক্ত সময়ে কাজ সম্পন্ন করার আহ্বান জানান। অন্যথায় এ অনিয়ম, বিশৃঙ্খলার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান। সংগঠনের পক্ষে বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!