খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

খুলনায় র‌্যাবের অভিযানে নয় জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে করোনা ভাইরাস রোধকল্পে ০৯ জনকে সর্বমোট ৪ হাজার ৫০০ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (৩০ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল এবং খুলনা জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কেএমপি, খুলনার সদর থানাধীন বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের সচেতনতা উপেক্ষা করে জনসমাগম করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনাকালে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২(১) এবং দঃ বিঃ ১৮৬০ সালের ২৬৯ ধারা মোতাবেক ৯ জনকে সর্বমোট ৪ হাজার ৫০০ শত টাকা জরিমানা আদায় করে। অভিযুক্ত ব্যক্তিরা মোবাইল কোর্টের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!