জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে বুধবার সকালে খুলনা নগরীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।
টিমটি নগরীর নিরালা ও নাজির ঘাট এলাকায় তদারকি ১২ কেজির সিলিন্ডার গ্যাস ১২৪২ টাকার (সরকার নির্ধারিত মূল্য) পরিবর্তে ১২৬০- ১৩০০ টাকায় (পরিবহন খরচ বাদে) বিক্রির দায়ে আছাদ স্টোরকে ৫ হাজার টাকা, সালমান স্টোরকে ৩ হাজার টাকা এবং এম এ বাড়ি সড়কে বাসী খাবার সংরক্ষণের দায়ে রাজমহলকে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট আদায়কৃত জরিমানার পরিমাণ তের হাজার টাকা।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।