খুলনা, বাংলাদেশ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আজ খোলা থাকবে সরকারি অফিস
  মাদারীপুরের বাহেরচর কাতলায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারের বেশ কয়েকজন নিখোঁজ
  কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকা খুলে গেছে, ৭১ জন যাত্রী নিয়ে শাহজালালে জরুরি অবতরণ

খুলনায় মানবপাচার চক্রের মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনার ফুলতলা থেকে চাঞ্চল্যকর মানব পাচার চক্রের মূলহোতা ওহিদ মোল্লা(৪৭) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। রোববার (১৬ অক্টোবর) রাতে ফুলতলা উপজেলার পথেরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাতে র‍্যাব-৬ খুলনা সদর দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চাকরি প্রদানের নাম করে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে অল্প বয়সী মেয়েদের ভারতসহ বিভিন্ন দেশে পাচার করে আসছে। এই সংঘবদ্ধ চক্রটি ২০১৩ সালের ২৬ ডিসেম্বর একজন নাবালিকাকে ঢাকায় চাকরি দেওয়ার নাম করে ভারতের যৌনপল্লীতে পাচার করে। পরবর্তীতে ভুক্তভোগীর অভিভাবকরা নাবালিকার কোন খোঁজ খবর না পেয়ে ২০১৪ সালের ১০ এপ্রিল যশোর জেলার ঝিকরগাছা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এতে আরো জানানো হয়, এই মানবপাচার চক্রের মূলহোতা দীর্ঘদিন ধরে ভারতে আত্মগোপনে থেকে পুনরায় অল্প বয়সী যুবতীদের পাচারের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে এসেছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল রোববার রাত সাড়ে ৭টার দিকে ঘটিকার খুলনার ফুলতলা থানাধীন পথের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অপহরণ মামলার আসামী ওহিদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!