মাদক মামলায় এমদাদুল শেখ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টেবর) বিকেল সাড়ে চার টার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালত ৩ এর বিচারক বুশরা সাইয়েদা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামি ডুমুরিয়া উপজেলার কাগজীপাড়া গ্রামের মৃত আবদুল খালেক শেখের ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতর ৩ এর বেঞ্চ সহকারী খাদিজা খাতুন।
খুলনা গেজেট/এএ