মাদক মামলায় খুলনার একটি আদালত ইকবাল হোসেন নোমান ওরফে শাহরিয়ার নোমান নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারদন্ড দিয়েছেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারদন্ড দেওয়া হয়েছে।
আসামি নগরীর সোনাডাঙ্গা থানাধীন বানরগাতি এলাকার মো: আবু আব্দুল্লাহ ওরফে আব্দুল্লাহ বিন খালেকের ছেলে। রায় ঘোষণার সময় পলাতক ছিল সে।
মঙ্গলবার (২৯ মার্চ) খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ ও এপিপি শেখ শামীম আহমেদ পলাশ।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ২৯ জুন রাতে সোনাডাঙ্গা থানা পুলিশ বানরগাতি ইসলাম কমিশনারের মোড়ে অভিযান চালায়। ওইদিন রাত একটার দিকে শাহরিয়ার নোমান মোটরসাইকেল চালিয়ে বাড়ি দিকে যাচ্ছিল। পুলিশের অভিযান দেখে সে পলানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশের হাতে আটক হয়ে স্বীকার করে তার কাছে অস্ত্র, গুলি ও মাদক রয়েছে। পরে পুলিশ তার দেহ তল্লাশী করে দেশী তৈরি একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
এ ব্যাপারে সোনাডাঙ্গা থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়। বানিয়াখামার ফাঁড়ির ইনচার্জ এসআই মো: শহিদুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে মামলাটি করেন যার নং ৪৫। একই বছরের ২৫ আগস্ট সোনাডাঙ্গা থানার এসআই মোক্তার হোসেন শাহরিয়ারকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
খুলনা গেজেট/ এস আই