খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

খুলনায় বৃক্ষ রোপণ করলেন আনসার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে বৃক্ষরোপণ করেছে খুলনার রূপসার ইলাইপুর আনসার ব্যাটালিয়ানের সদস্যরা। শনিবার (২৪ জুলাই) পর্যন্ত মাসব্যাপি কর্মসূচির আওতায় ৩ আনসার ব্যাটালিয়ন সদরে বনজ, ফলজ ও ভেষজ মোট তিন ধরনের ১০০টি চারা রোপণ করা হয়।

চারাসমূহ হচ্ছে- দেবদারু ১৪টি, নিম ১০টি, লেবু ১০টি, মাল্টা ৮টি, পেঁপে ৭টি, সুপারি ৫টি, আমলকি ৪টি, কদবেল ৪টি, জাম ৪টি, থাই পেয়ারা ৪টি, আমড়া ৪টি, কাঁঠাল ৪টি, বড়ই ৪টি, অর্জুন ৩টি, আতা ৩টি, জলপাই ৩টি, হরীতকী ২টি, বহেরা ২টি, জামরুল ২টি, লিচু ১টি, সফেদা ১টি এবং বেল ১টি।

এ প্রসঙ্গে ৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক জনাব চন্দন দেবনাথ বলেন, ৩ আনসার ব্যাটালিয়নের রোপিত এ চারাসমূহ দেশের বনজ সম্পদ বৃদ্ধি করবে। এছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ বৃক্ষরোপণ কর্মসূচী সকলকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে। একই সাথে বাংলাদেশের টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা সেটিও নিশ্চিতকরণে অনেক বেশি সহায়ক হবে।

তিনি আরো বলেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় ২৫ ভাগ এলাকায় বনভূমি থাকা প্রয়োজন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ুর সমতা বজায় রাখা, জমির ক্ষয়রোধ, বনজ সম্পদে সমৃদ্ধ হওয়া সব কিছুর জন্য চাই বন। তাই আমি ব্যক্তিগতভাবে বৃক্ষ রোপণ কর্মসূচীতে আগ্রহী।

এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ, সহকারী পরিচালক মোঃ তৌফিক আনোয়ার, কোম্পানী কমান্ডার মোহাম্মদ নুরুজ্জামান, কোম্পানী কমান্ডার রাজিব হোসাইন ও ব্যাটালিয়নের সকল সদস্যরা।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!