গ্যাসের অতিরিক্ত মূল্য রাখা, মেয়াদ উত্তীর্ণ ও মূল্যবিহীন প্যাকেটজাত খাদ্য সংরক্ষণ করায় ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
তিনি জানান, আজ দুপুরে খুলনা মহানগরের বিভিন্ন এলাকার বাজারে তদারকি করা হয়। এ সময় প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ও মূল্য বিহীন প্যাকেটজাত খাদ্য সংরক্ষণ করায় নিরালা আবাসিক এলাকায় আরশ স্টোরকে ১০ হাজার টাকা, সরকার নির্ধারিত দামের অতিরিক্ত দামে (পরিবহন খরচ বাদে ১২৫৪ টাকার স্থলে ১৩০০ টাকা) সিলিন্টডার গ্যাস বিক্রয় করায় বিসমিল্লাহ গ্যাস ও চুলা ঘরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া একই অপরাধে নিত্য সদাইকে ২ হাজার টাকা, মূল্য বিহীন কসমেটিক রাখায় এস আলম এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা ও ময়লাপোতা মোড়ে আবিরের ফলের দোকানকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করায় (রং করা করমচাকে চেরি ফল বলে বিক্রি) ২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এ অভিযানে সবাইকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
ব্যবসায়ীদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।
এই তদারকিমূলক অভিযানে সহায়তা করে ৩ এপিবিএন ও ক্যাব প্রতিনিধি খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এমএম