বিএফএফ-সমকাল ১০ম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৪ এ খুলনা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। রানারআপ হয়েছে খুলনা পাবলিক কলেজ। এছাড়া পাবলিক কলেজের দলনেতা আবদুল্লাহ আল জাবির সেরা বক্তা নির্বাচিত হন।
শনিবার সকাল সাড়ে ৮টায় খুলনা প্রেসক্লাবে এই উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।
উৎসবে খুলনা জিলা স্কুল, সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয়, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, খুলনা পাবলিক কলেজ, কেসিসি কলেজিয়েট স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজ, খুলনা সরকারি বালিকা বিদ্যালয় এবং সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮টি দল অংশ নেয়।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মায়মুনাহ ইসলাম প্রভা, ফারিহা হাসান মিম ও তাহসিন তাহিয়া। রানার আপ দলের সদস্যরা হলেন খুলনা পাবলিক কলেজ দলের আবদুল্লাহ আল জাবির, তানজিম ইসলাম ও সানবীর ইসলাম।
বিচারকের দায়িত্ব পালন করেন আযম খান সরকারি কমার্স কলেজের সহকারী অধ্যাপক এম এম কবির আহমেদ, বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক সারওয়ারে আখতার, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোর্শেদুল ইসলাম। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এক সময়কার দেশসেরা বিতার্কিক ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা। বক্তব্য রাখেন সুহৃদ সমাবেশের আহ্বায়ক এম সাইফুল ইসলাম, ইমরান হোসেন, সমকালের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার হাসান হিমালয়, ফটো সাংবাদিক জাহিদুল ইসলাম প্রমুখ।
খুলনা গেজেট/এনএম