খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

খুলনায় দৈনিক ইত্তেফাকের ৭০তম বর্ষ উদযাপন

গেজেট ডেস্ক

বিভাগীয় শহর খুলনায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৭০বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপন হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় এ উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে স্থানীয় ব্যুরো অফিসের উদ্যোগে শোভাযাত্রা, সুধী সমাবেশ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সাংবাদিক শেখ দিদারুল আলম, এস এম জাহিদ হোসেন, হাসান আহম্মেদ মোল্লা, মল্লিক সুধাংশু, তরিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান, আবু তৈয়ব, মো. আব্দুল হালিম, আনিসুজ্জামান, শাহ আলম, ওয়াহিদুজ্জামান বুলু, সোহরাব হোসেন, মাহবুবুর রহমান মুন্না, রফিউল ইসলাম টুটুল, জাহিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম কাজল, কৌশিক দে, সুমন্ত চক্রবর্তী, তরুণ চক্রবর্তী বিষ্ণু, অভিজিৎ পাল, শামীম আশরাফ শেলী, প্রবীর বিশ্বাস, জাহিদুল ইসলাম বাপ্পী, খুলনা পিআইডির কর্মকর্তা সুলতান আহমেদ, জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ড. জাকারিয়া জাকির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক হুমায়ুন কবির ববি, গ্লোবাল খুলনার সভাপতি শাহ মামুনুর রহমান তুহীনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এর আগে আগত অতিথিদের অভ্যর্থনা জানান, দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক। এ সময় ডুমুরিয়া সংবাদদাতা জিএম আব্দুস ছালাম, ইত্তেফাকের ফটো সাংবাদিক দেবব্রত রায়, অফিস সহকারী তারিকুল আলম উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!