খুলনায় উন্মুক্ত জায়গায় উৎসব আয়োজনে নিষেধাজ্ঞাসহ থার্টি ফার্স্ট বা ইংরেজি নববর্ষ উদযাপনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। আগামী ৩১ ডিসেম্বর বিকেল পাঁচটা থেকে ১ জানুয়ারি ২০২১ সাল ভোর ছয়টা পর্যন্ত এই আদেশ জারি করা হয়েছে।
পটকাবাজি, আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও কোন প্রকার গান-বাজনা বাজানোসহ যেকোনো ধরনের অশোভন আচরণ ও বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকতে অনুরোধ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেএমপি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এ অনুরোধ জানায়। পুলিশ বলেছে, ইংরেজি নববর্ষ উদযাপনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যেকোনো ধরনের আশঙ্কা রোধকল্পে খুলনা মহানগর পুলিশ বদ্ধপরিকর। তাই শান্তি-শৃঙ্খলা ও জননিরাপাত্তা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে পুলিশ।
খুলনা গেজেট / এআর