গত ৩ দিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলমসহ ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার রাতে খুলনা মহানগর জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক অন্য নেতাদের মধ্যে রয়েছেন খালিশপুর থানার আব্দুল্লাহ আল মামুন, ডা. মনির হোসেন, মো. শাহিনুল ইসলাম, দৌলতপুর থানার শেখ আশরাফ হোসেন, হরিণটানা থানার মো. শাফায়াত হোসেন লিখন, আড়ংঘাটা থানার মো. রাজু আহমেদ, লবণচরা থানার কাজী কামাল, আব্দুস সামাদ, মুজাহিদুল ইসলাম, মো. নূরুল ইসলাম, মো. ওমর ফারুখ, মো. ওজিয়ার রহমান, খুলনা সদর থানার কামাল হোসেন, আরিফুল ইসলাম নাহিদ, হুসাইন শেখ।
শনিবার রাতে দেওয়া বিবৃতিতে নেতাদের আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম।
নেতৃবৃন্দ গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি এবং নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের হয়রানী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।