২৫ মার্চ গণহত্যা দিবস-২০২২ পালন উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।সকাল ১০টায় খুলনা সার্কিট হাউজ প্রাঙ্গণে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টায় খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি), জেলা তথ্য অফিস ও কেসিসি’র উদ্যোগে নগরীর শহিদ হার্দিস পার্ক ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র/প্রামান্যচিত্র প্রদর্শন করা হবে।
২৫ মার্চ সুবিধাজনক সময়ে স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে গণহত্যার ওপর স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে।
বাদযোহর বিভিন্ন মসজিদে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
সুবিধাজনক সময়ে শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৫ মার্চ রাত নয়টা থেকে নয়টা এক মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাক-আউট (কেপিআই ও জরুরি স্থাপনা ব্যতীত) পালন করা হবে।
খুলনা গেজেট/ এস আই