কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা শাখার উদ্যোগে লবনচরা থানার খোলাবাড়িয়া এলাকায় অর্ধ-শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের টমেটো, লালশাক, বরবটি, ঢেড়স, ঝিঙা, ধুন্দল, কুমড়া, ডাটাশাক ও পুঁইশাকের বীজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে কৃষকদের হাতে বীজের প্যাকেট তুলে দেন কালের কণ্ঠ খুলনার ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী। এ সময় তিনি বলেন, শুভসংঘ সব সময় শুভ কাজের মাধ্যমে সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখতে চায়। এরই অংশ হিসেবে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করা হচ্ছে। যাতে কৃষক তাঁর নিজের প্রয়োজনে সবজির চাহিদা পূরণ করতে পারে; পাশাপাশি উদ্বৃত্ত হলে বিক্রি কওে নগদ অর্থের চাহিদা সামন্যতম হলেও পূরণ করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ খুলনার নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা শাখার আহ্বায়ক বিপুল কান্তি চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক মো. আবু সাঈদ খান ও মো. ওয়াহিদুজ্জামান শাওন, সদস্য নাজমুস সাকিব, মো. জাহাঙ্গীর ফকির, রাজীব সরকার রাহুল, মো. মেহেদী হাসান, কার্তিক চন্দ্র দাশ, আব্দুল্লাহ আল মামুন, এইচ এম রায়হান, ফাহাদ হোসেন, ইমরান খান, হাসান মাহমুদ প্রমুখ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট / এমএম