খুলনা, বাংলাদেশ | ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪

Breaking News

  কাল থেকে দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সুন্দরবনের গহিনে জ্বলছে আগুন
  দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬১ জনকে বহিষ্কার করেছে বিএনপি
  মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

খুলনার হাদিস পার্কে হাতে হাতে কাস্তে হাতুড়ির লাল পতাকা

নিজস্ব প্রতিবেদক

দুই যুগ পরে খুলনা শহীদ হাদিস পার্কে মার্কসবাদীদের একটি অংশ সমবেত হয়েছে। বিভক্তির পরিবর্তে একভূত লক্ষ্যে সমবেত হয়েছে শ’ শ নারী। সবার হাতেই কাস্তে হাতুড়ি সম্বলিত লাল পতাকা। সবার মধ্যপ স্বতঃস্ফূর্ততা। তাদের উৎসাহ জানাতে এসেছেন বাংলাদশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন আহমেদ প্রিন্স।

এর আগে খুলনায় ১৯৯৮ সালে হাদিস পার্কে বাম পন্থিদের লাল পতাকা সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্ মঞ্চে আসন গ্রহন করেছেন।

অর্থনিতীবিদ অধ্যাপক আনু মোহাম্মদ মঞ্চে আসন গ্রহন করেছেন। এইমাত্র জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আঃ সাত্তার ও জাতীয় পতাকা উত্তোলন করেন ওয়ার্কার্স পার্টি ( মার্কসবাদী)’ র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহীদ।
আজকের ঐক্য কংগ্রেসকে কেন্দ্র করে হাদিস পার্কের প্রধান ফটকে আজিজুর রহমান তোরণ স্থাপন করা হয়েছে। শহীদ মিনারের মূল বেদিতে ম স্থাপন হয়েছে। বেলা আড়াইটার উদ্বোধনী পর্বে ইউনাইটেড কমিউনিষ্ট লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সভাপতিত্ব করবেন।

বক্তৃতা করবেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি’র সাধারণ সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স, ৯ বামদলের সমন্বয়ক জাফর হোসেন ও তেল, গ্যাস, খনিজ সম্পদ সংগ্রাম কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। শুক্রবার সকাল ৯টায় বসবে কাউন্সিল অধিবেশন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!